ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পদত্যাগের দাবির মুখে কী বললেন সালাউদ্দিন? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ১৩ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

টানা ১৬ বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রধানের পদে আছেন কাজী সালাহউদ্দিন। যদিও এই সময়ের মধ্যে ফুটবলে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। উল্টো তার বিরুদ্ধে সবারই অভিযোগ। 

যেকারণে সরকার পতনের পর বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ সালাহউদ্দিনের পদত্যাগের দাবি তোলে। 

একই দাবি উঠেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধেও। এই পরিস্থিতিতে পাপন এখনও একদম নীরব। তবে মুখ খুলেছেন কাজী সালাউদ্দিন। পদত্যাগের বদলে আবারও নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি।

আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হওয়ার কথা। সেখানে পঞ্চম মেয়াদে সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন কাজী সালাউদ্দিন। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি। 

সালাহউদ্দিন মনে করেন, সরে যাওয়ার মতো অন্যায় কিছু তিনি করেননি। নির্বাচনে হারলেই কেবল তিনি সরবেন। 

বাফুফে সভাপতি ছাড়াও মাহফুজা আক্তার কিরন ও সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীরও পদত্যাগ চেয়েছিল সংগঠনটি। ইতিমধ্যে পদত্যাগ করেছেন সালাম মুর্শেদী।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি